রাজনৈতিক অভিলাষ, ষড়যন্ত্র আর রক্তপাতের সত্য ঘটনা নিয়ে উপন্যাস লেখার বিপদ
আছে। এ চ্যালেঞ্জটিই গ্রহণ করেছেন কথাসাহিত্যিক মশিউল আলম। প্রেসিডেন্ট
জিয়া হত্যাকান্ড, এবং তাঁর অব্যবহিত পর মুক্তিযোদ্ধা জেনারেল মঞ্জুর
হত্যাকান্ড নিয়ে চালু আছে নানা কথা । প্রকৃত সত্য উদ্ঘাটন ঐতিহাসিকের দায় ,
উপন্যাস রচয়িতার নয় । তবু সে পথেই কাহিনিকার হেঁটেছেন ।
লেখকঃ মশিউল আলম
প্রকাশনীঃ প্রথমা প্রকাশন