পাঁচটি উপন্যাস-নাসরীন জাহান

Bohi.com
0

নাসরীন জাহানের বিভিন্ন ধরনের উপন্যাস থেকে বাছাই করে পাঁচটি ভিন্নধর্মী উপন্যাস এই গ্রন্থে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

উপন্যাসগুলো হচ্ছেঃ-

১/ উড়ুক্কু
নাসরীন জাহানের প্রথম উপন্যাস। অসম্ভব ডিটেইল ফর্মে লেখা।

২/ সোনালি মুখোশ

৩/ চন্দ্রলেখার জাদুবিস্তার
বলা যায় জাদুবাস্তবতাধর্মী উপন্যাস এটি। যেখানে একজন প্রতিকী রানী স্বৈরশাসক খোঁপার নিচে সাপ রেখে অঞ্চলবাসীর ওপর বিস্তার করে নির্মম শাসনের ধূম্রজাল।

৪/ স্বর্গলোকের ঘোড়া
প্রথাভঙ্গ ধারার উপন্যাস এটি।

৫/ ক্রশকাঠে কন্যা

উপন্যাসের নীলুফার গার্মেন্টস কর্মী, ক্লিস্ট, বিপন্ন মেয়েদের মধ্য থেকে অসহনীয় অবস্থায়ও রঞ্জন নামের এক স্বপ্নবাজ পুরুষের প্রেমস্বপ্নে জ্বলে, পূর্ণিমার দাউদাউ অগ্নিতে ছিঁড়তে ছিঁড়তে ঘুড্ডি অথবা মৃত্তিকা, দুটোই খামচে দাঁড়ায়।


নাসরীন জাহানের প্রতিটি উপন্যাসেই এই সমাজের আর্থিক, সামাজিক, রাজনৈতিক দৈন্যের মধ্যে পুরুষ এবং নারীর চরিত্র প্রায় সমান গুরুত্বের সাথে এসেছে।



লক্ষনীয়: মোবাইল থেকে যদি প্রথম লিংকদুটোতে ডাউনলোড করতে সমস্যা হয়, তাহলে তৃতীয় ও চতুর্থ লিংকটি ব্যবহার করুন।
আর যদি কোন সমস্যা বা প্রয়োজন বোধ মনে করেন তাহলে কমেন্ট করুন। ধন্যবাদ।

Post a Comment

0Comments
Post a Comment (0)