কায়সার ও কিসরা- নসীম হিজাযী

Bohi.com
0


কায়সার ও কিসরা হলো আজ হতে পনেরো শতক পূর্বে আরবে ইসলামের আবির্ভাবের সময়কার রোম ও পারস্যের প্রেক্ষাপটের এক অবিষ্মরনীয় ঐতিহাসিক উপন্যাস । এটি নসীম হিজাযীর শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত। কায়সার ও কিসরা যারা পড়েনি, তারা ওই সময়টার পৃথিবীকে চেনে কেবল মক্কা-মদীনা দিয়ে । মুহাম্মাদ সা: এর জন্ম থেকে
শুরু করে নবুওয়্যাত - দাওয়াত - নির্যাতনের শিকার হওয়া - হিজরত - যুদ্ধবিজয় - বদর ওহুদ খন্দক - আলী- ওমর - আবুবকর - আব্বাস - হামজা -সালমান ফারসী .. মুসলিম ঘরে ঘরে এই হলো পরিচিত ঘটনাপণ্জী ।কায়সার ও কিসরা যারা পড়বে তারা সম্পূর্ণ ভিন্ন এঙ্গেল থেকে রুদ্ধশ্বাস আনন্দে জানতে পারবে সেই সময়টাকে ! নসীম হিজাযী তার গল্পের প্লট সাঁজিয়েছেন আরব ছাড়িয়ে রোম-পারস্যের সীমানায়..

Post a Comment

0Comments
Post a Comment (0)