হ্যাকিং অ্যান্ড হ্যাকার বইটির ভূমিকা লিখেছেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)’র নির্বাহী সভাপতি সৌমিত্র দেব। নয় অধ্যায় জুড়ে হ্যাকিংয়ের নানান বিষয়ে আলোকপাত করা হয়েছে। রয়েছে হ্যাকিং দুনিয়ার ময়নাতদন্ত, ইন্টারনেট হ্যাকিং, ই-মেইল হ্যাকিং, ফেইসবুক হ্যাকিং, মোবাইল হ্যাকিং, পাসওয়ার্ড হ্যাকিং, অনলাইন সেবা হ্যাকিং, হ্যাকিং নিউজ ও হ্যাকিং থেকে বাঁচার উপায়।
হ্যাকিং অ্যান্ড হ্যাকার বই সম্পর্কে মিজানুর রহমান সোহেল বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিৎ নিরাপদ সাইবার স্পেস গড়ে তোলা। ক্রুটিপূর্ণ সাইবার স্পেস দিয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই নিরাপদ প্রযুক্তির পরিসেবা নিশ্চিত করতে লেখা হয়েছে বাংলা ভাষায় হ্যাকিং সম্পর্কিত প্রথম বই ‘হ্যাকিং এন্ড হ্যাকার’। হ্যাকারদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে ও হ্যাকিং থেকে মুক্ত থাকতে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।