Chacha Kahini by Syed Mujtaba Ali

Bohi.com
0


‘চাচা কাহিনী’ সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্প গ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত। বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন। সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে। সৈয়দ মুজতবা আলীর কলমে খাঁটি দেশী যাদু সেরা বিদেশী পলিশে সারাক্ষণ ঝকঝক করছে। চাচা কাহিনীর মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসিকতা বাংলা ভাষায় অন্তত আগে কখনও পড়া যায়নি।

সূচীপত্র
*স্বয়ংবরা
*কর্ণেল
*মা-জননী
*তীর্থহীনা
*বেল-তলাতে দু-বার
*কাফে-দে-জেনি
*বিধবা-বিবাহ
*রাক্ষসী
*পাদটীকা
*পুনশ্চ
*বেঁচে থাকো সর্দি কাশি

Post a Comment

0Comments
Post a Comment (0)